০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যশোরে বিজিবির অভিযানে ৬৯ লক্ষ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫১০

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬৯ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পাচারকারী এই সোনা সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সোমবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ওই সোনা জব্দ করে।
আটক পাচারকারীর নাম ইমরান হোসেন (৪২)। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র একটি টহলদল বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। তাঁর কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।
ঢাকা থেকে এনে ভারতে পাচারের চেষ্টা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেছেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক আসামিকে স্বর্ণসহ স্থানীয় থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

যশোরে বিজিবির অভিযানে ৬৯ লক্ষ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

আপডেট: ০৫:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬৯ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পাচারকারী এই সোনা সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সোমবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ওই সোনা জব্দ করে।
আটক পাচারকারীর নাম ইমরান হোসেন (৪২)। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র একটি টহলদল বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। তাঁর কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।
ঢাকা থেকে এনে ভারতে পাচারের চেষ্টা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেছেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক আসামিকে স্বর্ণসহ স্থানীয় থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।