“সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব” প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরে আজ বুধবার জাতীয় ভ্যাট দিবস উদযাপন করেছে। একই সঙ্গে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী “ভ্যাট সপ্তাহ”।
এ উপলক্ষে সকালে কমিশনারেট প্রাঙ্গণে একটি সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি. এম. আবুল কালাম কায়কোবাদ। তিনি জানান, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক এবং ভ্যাটের প্রবৃদ্ধি অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক। তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট ব্যবস্থায় সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে সরকার নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করছে।
তিনি উল্লেখ করেন, কিছু সীমাবদ্ধতা (যেমন: অনিবন্ধিত প্রতিষ্ঠান, অটোমেশনে ঘাটতি, ই-কমার্স থেকে ভ্যাট আহরণে সীমাবদ্ধতা) থাকা সত্ত্বেও যশোর কমিশনারেট রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই-রিটার্ন, ই-পেমেন্ট, ইএফডি-এর মতো আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার সুবিধা ব্যবহারে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন। তিনি মন্তব্য করেন, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস হাউস, বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তাঁরাও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।
কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সহকারী কমিশনার পিয়াল দত্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন।
ভ্যাট সপ্তাহ উপলক্ষে যশোর ভ্যাট কমিশনারেট প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সচেতনতামূলক টিভিসি প্রচার করছে। সংস্থাটি আশা করছে, অংশীজনদের সহযোগিতায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ৫১৬
সর্বাধিক পঠিত





















