নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্রীপুর চর রহিমপুর গ্রামে সাত বছরের শিশু সাবিয়া সুলতানাকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদা মানিক গাজী (৬০), পিতা মৃত মান্দার গাজীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা ঘটেছে ৫ ডিসেম্বর সকালে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় মানিক গাজী। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু সাবিয়াকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, শিশুটির শরীরের ভেতরে মারাত্মক রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
দেভাটা থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন,
“অভিযুক্ত মানিক গাজীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। শিশুটির পরিবার এলে আনুষ্ঠানিক এজহার গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা মানিক গাজী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাবিয়া সুলতানার পরিবার ও এলাকাবাসী।





















