ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় তুঙ্গে বিএনপি। মঙ্গলবার (০৯ ডিসেম্বর, ২০২৫) দিনব্যাপী যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ করেছেন। এদিন তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
সকাল থেকেই মফিকুল হাসান তৃপ্তি তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় হেঁটেছেন। এ সময় তিনি প্রতিটি বাড়িতে থামেন, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং তাদের খোঁজখবর নেন। বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে সালাম জানানোর মাধ্যমে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করেন।

গণসংযোগকালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন,
> “আপনারা যদি পরিবর্তন চান, আপনাদের অধিকার ফিরে পেতে চান, তবে ধানের শীষে ভোট দিন। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই এলাকার উন্নয়ন আবার শুরু হবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”
>
তৃপ্তিকে কাছে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেক ভোটার সরাসরি তাদের স্থানীয় সমস্যাগুলো সাবেক সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এলাকার রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে তাদের অসন্তোষের কথা জানান তারা।
অনেক প্রবীণ ভোটার তৃপ্তিকে জানান, অতীতে তার সময়ে এলাকার যে উন্নয়ন হয়েছিল, তা এখন থমকে গেছে। তারা আশা করেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

গণসংযোগের সময় মফিকুল হাসান তৃপ্তি তার সঙ্গে থাকা নেতা-কর্মী ও সমর্থকদের আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “নির্যাতন ও বাধা-বিপত্তির মুখেও সাহস হারানো যাবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র পাহারা দিতে হবে।”
এদিন মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।





















