ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং সকলের প্রিয় শিক্ষক এবাদুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কলেজের সমাজবিজ্ঞান বিভাগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সারাদিনই এবাদুল ইসলাম নিজ বিভাগের কক্ষে কম্পিউটারে কাজ করছিলেন। বিকেল ৫ টার পর কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন।
সন্ধ্যায় একজন পিয়ন বিভাগটিতে তালা দিতে গিয়ে তাকে চেয়ারে নিথর অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার দিলে অন্যান্য কর্মচারীরা ছুটে আসেন। এরপর দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন জনপ্রিয় এই শিক্ষক।
শিক্ষক এবাদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





















