০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

যশোরে জমি বিবাদের জেরে কিশোরকে ছুরিকাঘাত: একই পরিবারের ৩ জন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫১৫

যশোর: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ফুরাদ দেওয়ান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এই মামলায় একই পরিবারের তিন সদস্যকে রাতেই আটক করেছে পুলিশ।
আহত ফুরাদ সদর উপজেলার কল্যাণদহ গ্রামের রুলু বিশ্বাসের ছেলে।

ঘটনার পরদিন রোববার রাতে ফুরাদ দেওয়ানের বড় ভাই মুরাদ হোসেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন:
মামলা দায়েরের পরপরই রাতেই পুলিশ তিনজনকে আটক করে। তারা হলেন:
* মিলন হোসেন (ফজলুল হক দেওয়ানের ছেলে)
* শহিদুল ইসলাম (৫২, ফজলুল হক দেওয়ানের ছেলে)
* শাওন হাসান সানি (২০, শহিদুল ইসলামের ছেলে)
এছাড়া মামলার অন্য দুই আসামি হলেন: শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪২) এবং মিলন হোসেনের স্ত্রী নাজমা (৩০)। তারা বর্তমানে পলাতক রয়েছে:
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান, ভুক্তভোগী ফুরাদ দেওয়ান এবং আসামিরা একই গ্রামের প্রতিবেশী। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত রোববার এই বিরোধের সূত্র ধরে আসামিরা ফুরাদের বাড়ির সামনে এসে তাকে গালিগালাজ করতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আসামিরা কিশোর ফুরাদকে ছুরি দিয়ে আঘাত করে জখম করে। আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃত তিন আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরের চাঞ্চল্যকর শহীদ হত্যাকাণ্ডের মূল আসামি আলিফ আটক

যশোরে জমি বিবাদের জেরে কিশোরকে ছুরিকাঘাত: একই পরিবারের ৩ জন আটক

আপডেট: ০৭:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

যশোর: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ফুরাদ দেওয়ান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এই মামলায় একই পরিবারের তিন সদস্যকে রাতেই আটক করেছে পুলিশ।
আহত ফুরাদ সদর উপজেলার কল্যাণদহ গ্রামের রুলু বিশ্বাসের ছেলে।

ঘটনার পরদিন রোববার রাতে ফুরাদ দেওয়ানের বড় ভাই মুরাদ হোসেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন:
মামলা দায়েরের পরপরই রাতেই পুলিশ তিনজনকে আটক করে। তারা হলেন:
* মিলন হোসেন (ফজলুল হক দেওয়ানের ছেলে)
* শহিদুল ইসলাম (৫২, ফজলুল হক দেওয়ানের ছেলে)
* শাওন হাসান সানি (২০, শহিদুল ইসলামের ছেলে)
এছাড়া মামলার অন্য দুই আসামি হলেন: শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪২) এবং মিলন হোসেনের স্ত্রী নাজমা (৩০)। তারা বর্তমানে পলাতক রয়েছে:
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান, ভুক্তভোগী ফুরাদ দেওয়ান এবং আসামিরা একই গ্রামের প্রতিবেশী। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত রোববার এই বিরোধের সূত্র ধরে আসামিরা ফুরাদের বাড়ির সামনে এসে তাকে গালিগালাজ করতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আসামিরা কিশোর ফুরাদকে ছুরি দিয়ে আঘাত করে জখম করে। আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃত তিন আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।