নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা থেকে ৪৯৫৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ এর নিয়মিত টহল দল।
নিয়মিত টহলের অংশ হিসেবে নাভারন সাতক্ষীরা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (০২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার নাভারন সাতক্ষীরা মহাসড়কে প্রাইভেটকার তল্লাশীকালে ৪৯৫৫ পিস ইয়াবা উদ্ধার সহ তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আমজাদ হোসেন ঢাকা, আলী নেওয়াজ ভুইয়া নারায়নগঞ্জ এবং ফারুক হোসেন শার্শা থানার ধলদাহ গ্রামের বাসিন্দা।
জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।



























