০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শার্শায় আগ্নেয়াস্ত্র সহ আটক-০২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৩৮

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আবদুল মজিদ (৪৮) ও রবিউল সর্দারের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত সামগ্রীর মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

শার্শায় আগ্নেয়াস্ত্র সহ আটক-০২

আপডেট: ১২:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আবদুল মজিদ (৪৮) ও রবিউল সর্দারের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত সামগ্রীর মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।