আইপিএল নিলামে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে হয়ে গেল রীতিমতো কাড়াকাড়ি। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার দীর্ঘ বিডিং লড়াইকে পাশ কাটিয়ে শেষ মুহূর্তে ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) ‘দ্য ফিজ’কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নিলামের নাটকীয়তা
২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকা মুস্তাফিজের জন্য শুরুতেই বিড করে তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। দুই দলের টানাটানিতে দর ৫ কোটি ছাড়িয়ে যায়। ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি হাল ছেড়ে দিলে মনে হচ্ছিল মুস্তাফিজ আবারও ধোনির চেন্নাইতেই যাচ্ছেন।
কিন্তু ঠিক সেই মুহূর্তে চমক দেখায় কলকাতা। ৭ কোটি রুপি পর্যন্ত চেন্নাই লড়াই চালিয়ে গেলেও কেকেআর পিছু হটেনি। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে টাইগার এই পেসারকে নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়নরা।
মুস্তাফিজের প্রতিক্রিয়া
রেকর্ড পারিশ্রমিকে কেকেআরে যোগ দিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ। এক ভিডিও বার্তায় তিনি বলেন:
> ‘হ্যালো কেকেআর ভক্তরা, আমি মুস্তাফিজুর রহমান। কেকেআর পরিবারের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মাঠে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে।’
* ভিত্তিমূল্য: ২ কোটি রুপি।
* চূড়ান্ত মূল্য: ৯ কোটি ২০ লাখ রুপি (১২ কোটি ৩৭ লাখ টাকা)।
* নতুন দল: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
* লড়াইয়ে ছিল: দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।
আইপিএলে বাংলাদেশের এই বোলিং সেনসেশনের চাহিদা যে এখনও তুঙ্গে, এই নিলাম তার আরেকবার প্রমাণ দিল। কেকেআরের হয়ে ইডেন গার্ডেন্সে মুস্তাফিজের কাটার কতটা ধারালো হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।
০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
৯ কোটি ২০ লাখে কেকেআরে মুস্তাফিজ: দিল্লি-চেন্নাইকে হারিয়ে বাজিমাত কলকাতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৫০৭
সর্বাধিক পঠিত




















