: যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন যশোরের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব যশোর ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সমর্থন জানানো হয়।
সাংবাদিকদের বক্তব্য: “অমিত আমাদের সহকর্মী”
মতবিনিময় সভায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের বড় পরিচয় তিনি একজন গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাব যশোরের সদস্য। তাদের মতে, এটি কেবল রাজনৈতিক লড়াই নয়, বরং একজন সহকর্মীকে সংসদে পাঠানোর লড়াই। সাংবাদিকরা নিজেদের পাশাপাশি তাদের পরিবার ও আত্মীয়-স্বজনকেও অমিতের পক্ষে ভোট দেওয়ার এবং বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন আমার ওপর হামলা-মামলা হয়েছিল, তখন সাংবাদিক সমাজই আমার প্রধান শক্তি ছিল। ১৬ বছরের দুঃশাসনে গণতন্ত্র উত্তরণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।”
* সম্প্রীতির রাজনীতি: যশোরে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সৌহার্দ্য ফিরিয়ে আনা হবে।
* সহাবস্থান: সব মতের মানুষের জন্য রাজনীতি ও বাক-স্বাধীনতার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
উপস্থিত নেতৃবৃন্দ
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
* মবিনুল ইসলাম মবিন (সম্পাদক, গ্রামের কাগজ)
* আহসান কবীর বাবু (সম্পাদক, সুবর্ণভূমি)
* বিনয় কৃষ্ণ মল্লিক (সম্পাদক, টেলিগ্রাম)
* আনোয়ারুল কবির নান্টু (ভারপ্রাপ্ত সম্পাদক, লোকসমাজ)
* আমিনুর রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক, সমাজের কথা)
* এছাড়া যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর (এসইউজে) এবং জেলা সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।




















