যশোর সদর উপজেলার কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই আপন ভাইকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদেরই সৎভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া গ্রামে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— কচুয়া গ্রামের মৃত উকিল মোল্লার ছেলে ফারুক (৪৫) ও হাফিজুর রহমান (৪০)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে ফারুক ও হাফিজুর রহমানের সঙ্গে তাদের সৎভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে রাস্তার ওপর ওই বিরোধের জেরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সৎভাই আরিফুল (২৪), মফিজুর রহমান (৩৫) এবং মফিজুরের ছেলে আশরাফুল (১৮) দেশীয় অস্ত্র দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফারুক ও হাফিজুরের মাথায় লক্ষ্য করে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে জমি সংক্রান্ত বিরোধে সৎভাইদের কোপে দুই ভাই রক্তাক্ত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ৫০৫
সর্বাধিক পঠিত




















