কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত দুই সদস্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লালনশাহ সেতুর নিকটবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলা ডিএসবির সদস্য মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোজহারুল ও কয়েস উদ্দিন পাবনা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। লালনশাহ সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
* মোজহারুল ইসলাম: রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
* কয়েস উদ্দিন (এএসআই): রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।” ইতোমধ্যে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ভেড়ামারায় কাভার্ডভ্যান চাপায় ডিএসবির দুই পুলিশ সদস্য নিহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ৫০৮
সর্বাধিক পঠিত




















