ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আবুল কালাম আজাদ ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, দুপুর ১টার দিকে আবুল কালাম আজাদ পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট স্ক্যান করলে ডাটাবেজে তার নাম ‘স্টপলিস্ট’-এ দেখা যায়। তাৎক্ষণিক অধিকতর যাচাইয়ে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরপরই তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে নয়, বরং নিয়মিত স্ক্রিনিংয়ের সময় তার বিরুদ্ধে বিস্ফোরক মামলার তথ্য পাওয়া যায়। যেহেতু তার দেশত্যাগে আইনি নিষেধাজ্ঞা ছিল, তাই তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ দীর্ঘ সময় ধরে এলাকায় ডিশ ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার (সিটি ক্যাবল) সাথে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি ঝিকরগাছা এলাকায় অত্যন্ত দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নানা অনিয়ম ও আধিপত্য বিস্তার করেছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ৫১৪
সর্বাধিক পঠিত




















