শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত এবং নাশকতা দমনে যশোরে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’। এই অভিযানে নাশকতা, বিস্ফোরক মামলা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কঠোর নজরদারি শুরু হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরক বহন এবং রাজনৈতিক সহিংসতার সাথে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’: নাশকতা ও সহিংসতা দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ৫১০
সর্বাধিক পঠিত




















