০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন: বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫১৯

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি শক্তিশালী ও প্রভাবশালী প্যানেল। নানামুখী প্রচারণা আর সমর্থকদের সক্রিয় তৎপরতায় পুরো আইনজীবী চত্বর এখন সরগরম। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের মানুষও ভোটের মাঠে উপস্থিত হয়েছেন।
* মোট পদ: ১৩টি।
* মোট প্রার্থী: ২১ জন।
* স্বতন্ত্র প্রার্থী: সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, দুটি প্রধান প্যানেলের প্রার্থীরা হলেন:
১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু–গফুর ঐক্য প্যানেল (১৩ প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | সৈয়দ সাবেরুল হক সাবু |
| সহসভাপতি | গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস (গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে) |
| সাধারণ সম্পাদক | এম. এ. গফুর |
| যুগ্ম সম্পাদক | নূর আলম পান্নু |
| সহকারী সম্পাদক | সেলিম রেজা ও আশরাফুল আলম (গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে) |
| গ্রন্থাগার সম্পাদক | কামরুল হাসান সোহেল |
| কার্যকরী সংসদ সদস্য | মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। |
২. লইয়ার্স কাউন্সিলের ব্যানারে লতিফ–ছোট ঐক্য পরিষদ (৭ প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | এম. এ. লতিফ |
| সহসভাপতি | আলশগীর সিদ্দিক (১) |
| সাধারণ সম্পাদক | আবু মোর্ত্তজা ছোট |
| যুগ্ম সম্পাদক | আবুল করিম মণ্ডল |
| গ্রন্থাগার সম্পাদক | এস. এম. শাহরিয়ার হক |
| কার্যকরী সংসদ সদস্য | শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম। |
অনেকের মতে, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভোটাররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাদের ভোটই নির্বাচনের ফল নির্ধারণে ‘টার্নিং পয়েন্ট’ হয়ে দাঁড়াতে পারে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন: বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট: ০২:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি শক্তিশালী ও প্রভাবশালী প্যানেল। নানামুখী প্রচারণা আর সমর্থকদের সক্রিয় তৎপরতায় পুরো আইনজীবী চত্বর এখন সরগরম। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের মানুষও ভোটের মাঠে উপস্থিত হয়েছেন।
* মোট পদ: ১৩টি।
* মোট প্রার্থী: ২১ জন।
* স্বতন্ত্র প্রার্থী: সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, দুটি প্রধান প্যানেলের প্রার্থীরা হলেন:
১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু–গফুর ঐক্য প্যানেল (১৩ প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | সৈয়দ সাবেরুল হক সাবু |
| সহসভাপতি | গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস (গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে) |
| সাধারণ সম্পাদক | এম. এ. গফুর |
| যুগ্ম সম্পাদক | নূর আলম পান্নু |
| সহকারী সম্পাদক | সেলিম রেজা ও আশরাফুল আলম (গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে) |
| গ্রন্থাগার সম্পাদক | কামরুল হাসান সোহেল |
| কার্যকরী সংসদ সদস্য | মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। |
২. লইয়ার্স কাউন্সিলের ব্যানারে লতিফ–ছোট ঐক্য পরিষদ (৭ প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | এম. এ. লতিফ |
| সহসভাপতি | আলশগীর সিদ্দিক (১) |
| সাধারণ সম্পাদক | আবু মোর্ত্তজা ছোট |
| যুগ্ম সম্পাদক | আবুল করিম মণ্ডল |
| গ্রন্থাগার সম্পাদক | এস. এম. শাহরিয়ার হক |
| কার্যকরী সংসদ সদস্য | শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম। |
অনেকের মতে, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভোটাররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাদের ভোটই নির্বাচনের ফল নির্ধারণে ‘টার্নিং পয়েন্ট’ হয়ে দাঁড়াতে পারে।