বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। তিনি বন্দর উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
উচ্চ পর্যায়ের বৈঠক ও নির্দেশনা
বেলা সাড়ে ১১টায় প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচিব আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) তাকে স্বাগত জানান।
আলোচনা সভায় সচিব ড. নূরুন্নাহার চৌধুরী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার এবং যাত্রীসেবা আরও উন্নত করার জন্য বিশেষ নির্দেশনা দেন। সভার মূল ফোকাস ছিল বন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা জোরদার এবং অভিগমন প্রক্রিয়া সহজীকরণ।
উপস্থিত ছিলেন যারা
সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফিরোজ আহমেদ, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন সহ কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি, এনএসআই-এর কর্মকর্তা এবং সি অ্যান্ড এফ এজেন্ট, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।বন্দর পরিদর্শন
সভা শেষে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী স্থলবন্দরের ইমিগ্রেশন এলাকা, জিরো পয়েন্ট, এবং কার্গো ভ্যাহিকাল টার্মিনাল সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রমের খোঁজখবর নেন।
০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শিরোনাম:
বেনাপোল স্থলবন্দ পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এনডিসি সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫১০
সর্বাধিক পঠিত





















