বেনাপোল, শুক্রবার (২১ নভেম্বর): বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা সমমূল্যের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে ফেরার পথে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শফিউল ইসলাম (৫৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়।
মুদ্রা জব্দ ও আটক
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, যাত্রী শফিউল ইসলাম কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এলে তাকে সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়।
বিজিবি সূত্র অনুযায়ী, উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ১০ হাজার আমেরিকান ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল। বাংলাদেশী টাকায় এর মোট মূল্য দাঁড়ায় ৪৮,১৯,৯৯৫ টাকা।
আটককৃত শফিউল ইসলাম ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে এবং তার পাসপোর্ট নম্বর বি-০০৭৪৫৬৬৩।
কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে প্রশ্ন
এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে যাত্রী কাস্টমসের স্ক্যানিং পয়েন্ট পার হওয়ায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান মন্তব্য করেন, “কাস্টমসের স্ক্যানিং পার হয়ে কি ভাবে এত বিদেশী টাকা নিয়ে বের হলো? তাহলে কি কাস্টমসের যোগসাজসে সে পার হয়েছে?”
আটককৃত শফিউল আলমকে (৫৫) জব্দকৃত ডলার ও রিয়ালসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শিরোনাম:
প্রায় ৪৮ লক্ষ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক: বেনাপোলে বিজিবি’র সফলতা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫০৮
সর্বাধিক পঠিত





















