১৯ নভেম্বর ২০২৫ (বুধবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত যশোর-১ (শার্শা) আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি, আজ সারাদিন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন। সকালে জানাজায় অংশগ্রহণ এবং বিকেলে কাশিপুরে আনুষ্ঠানিক বক্তৃতার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার চালান।
সকালে জানাজায় অংশগ্রহণ
আজ সকালে বেনাপোল ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিশ্বাসের নামাজে জানাজায় অংশ নেন মফিকুল হাসান তৃপ্তি। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন: বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, শার্শা থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা থানা বিএনপির সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
জানাজা শেষে জনাব তৃপ্তি শার্শা থানার ১ নং ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিকেলে তিনি ১ নং ডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে দিনের একমাত্র আনুষ্ঠানিক বক্তৃতা দেন। এই সভায় এলাকার ভোটারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাশিপুরে তৃপ্তির অঙ্গীকার
উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শার্শার মানুষকে উন্নত জীবন, নিরাপত্তা এবং সুশৃঙ্খল সমাজ দিতে আমরা কাজ করব। এই অঞ্চলের উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে ধানের শীষের বিজয় অপরিহার্য।”
তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান স্মরণ করে বলেন, “তিনি মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য নিজের পরিবার ও স্বজনকে ছেড়ে দেশের মানুষ ও সৈন্যদের জন্য আত্মত্যাগ করেছিলেন। স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি দৃঢ় নেতৃত্ব দেখিয়েছেন এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে জোরালো অবস্থান নিয়েছিলেন।”
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে তৃপ্তি বলেন, “ভারতীয় আগ্রাসন, মাদক প্রবাহ—যেমন ফেনসিডিল প্রেরণ—যুব সমাজকে বিপথগামী করার প্রক্রিয়ার অংশ। এই অবস্থার বিরুদ্ধে শার্শাকে রক্ষা করা, যুব সমাজকে সুসংগঠিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমাদের অঙ্গীকার।”
নির্বাচিত হলে তাঁর প্রতিশ্রুতিগুলো হলো:
* যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা।
* কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।
* মা–বোনদের শিক্ষার প্রসার।
* গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান আমি উন্নয়ন, সেবা ও ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেব। ধানের শীষ মানেই উন্নয়ন, স্বচ্ছতা ও নিরাপত্তা।
০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শিরোনাম:
শোকের মাঝে নির্বাচনী প্রচার: কাশিপুরের উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- ৫১৫
সর্বাধিক পঠিত



























