যশোরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও খারাপভাবে শরীরে স্পর্শ করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রীর বাবা যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিস্তারিত
বিদ্যালয় ও অভিযুক্ত: অভিযুক্ত শিক্ষক হলেন রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।
অভিযোগ: ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন যে, শিক্ষক তরিকুল ইসলাম নিয়মিত তাঁর মেয়ের সঙ্গে অশোভন আচরণ করতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে স্পর্শ করতেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মেয়েটি ভয়ে স্কুলে যেতে চাইছিল না। পরিবার কারণ জানতে চাইলে ছাত্রীটি পুরো বিষয়টি খুলে বলে। এরপরই অভিভাবক আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন।
কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্ত
অভিযুক্ত সহকারী শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ফোনটি কেটে দেন।
এ বিষয়ে যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন:“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিও-কে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে ৫ম শ্রেণির ছাত্রীকে উত্যক্তের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- ৫১৩
সর্বাধিক পঠিত



























