আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ, মঙ্গলবার (১৮ নভেম্বর), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই তালিকাটিই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির একটি প্রধান ধাপ সম্পন্ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।খসড়া তালিকা অনুসারে ভোটার সংখ্যা
এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা নিম্নরূপ ছিল:
|ক্যাটাগরি | সংখ্যা |
মোট নিবন্ধিত ভোটার | ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন |
পুরুষ ভোটার | ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন |
নারী ভোটার | ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন |
হিজড়া ভোটার | ১ হাজার ২৩০ জন | নতুন ভোটার অন্তর্ভুক্তির মানদণ্ড
ইসি সচিব আখতার আহমেদ জানান, এই প্রকাশিত মোট সংখ্যার মধ্যে সেইসব নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন। ফলে তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, এই বছর উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। যেসব নাগরিকের জন্ম তারিখ ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার আগে, তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার যোগ্যতা অর্জন করেছেন।



























