০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি: “ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে”

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সংসদ সদস্য (যশোর ৮৫ শার্শা-১ আসন) মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে আর কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দেশে আইনের শাসন ছিল না এবং “বিচারের নামে প্রহসন হয়েছে, বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।”
সোমবার (১৭ নভেম্বর) বাগআঁচড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শার্শাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার
শার্শা-১ আসনের সাবেক এই এমপি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শার্শাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। একইসঙ্গে বেনাপোল স্থল বন্দরকে আধুনিকায়ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে উল্লেখ করে তৃপ্তি বলেন, “আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি।”
তিনি বলেন, চূড়ান্ত বিজয় তখনই আসবে যখন:
* দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
* গণতান্ত্রিক সরকার ও জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে।
* দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া মানুষের মর্যাদা ও সমতা ফিরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতকে নিয়ে কঠোর মন্তব্য
মফিকুল হাসান তৃপ্তি জামায়াত ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, “জামাত ইসলামীর নেতারা বিভিন্ন ষড়যন্ত্র করছে।” তিনি অভিযোগ করেন, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ এই পদ্ধতির সম্পর্কে নিজেরাই জানে না। তিনি জামায়াতকে সুবিধাবাদী উল্লেখ করে বলেন, “এরা কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে জোট বাঁধে। আর ধর্মের দোহাই দিয়ে এরা নিরীহ মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষের বুঝতে হবে জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়।”
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি: “ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে”

আপডেট: ১১:০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সংসদ সদস্য (যশোর ৮৫ শার্শা-১ আসন) মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে আর কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দেশে আইনের শাসন ছিল না এবং “বিচারের নামে প্রহসন হয়েছে, বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।”
সোমবার (১৭ নভেম্বর) বাগআঁচড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শার্শাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার
শার্শা-১ আসনের সাবেক এই এমপি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শার্শাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। একইসঙ্গে বেনাপোল স্থল বন্দরকে আধুনিকায়ন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে উল্লেখ করে তৃপ্তি বলেন, “আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি।”
তিনি বলেন, চূড়ান্ত বিজয় তখনই আসবে যখন:
* দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
* গণতান্ত্রিক সরকার ও জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে।
* দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া মানুষের মর্যাদা ও সমতা ফিরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতকে নিয়ে কঠোর মন্তব্য
মফিকুল হাসান তৃপ্তি জামায়াত ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, “জামাত ইসলামীর নেতারা বিভিন্ন ষড়যন্ত্র করছে।” তিনি অভিযোগ করেন, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ এই পদ্ধতির সম্পর্কে নিজেরাই জানে না। তিনি জামায়াতকে সুবিধাবাদী উল্লেখ করে বলেন, “এরা কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে জোট বাঁধে। আর ধর্মের দোহাই দিয়ে এরা নিরীহ মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষের বুঝতে হবে জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়।”
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।