১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বেনাপোলে কসাই মিজানকে নিজ বাড়িতে জবাই করে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫৯৬

যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বোত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে,মোঃ মিজানুর রহমান কে নিজ বাড়ির ভিতরে দূর্বোত্তরা তার গোলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলে রেখে যাই। পেশায় তিনি এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করেন। তবে রাত আড়াই টা থেকে ৪ টার মধ্যে তাকে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে।উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরের কারা মেরেছে ওখানে যাওয়ার পর আমি থানায় খবর দিয়, পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন, এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান। তবে আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত গণহত্যা: পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে শেখ হাসিনা,

বেনাপোলে কসাই মিজানকে নিজ বাড়িতে জবাই করে হত্যা

আপডেট: ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বোত্তরা।

শুক্রবার (২৯ শে আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে,মোঃ মিজানুর রহমান কে নিজ বাড়ির ভিতরে দূর্বোত্তরা তার গোলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলে রেখে যাই। পেশায় তিনি এক জন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে তিনি কসাই এর কাজ করেন। তবে রাত আড়াই টা থেকে ৪ টার মধ্যে তাকে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করছে।উঠে বের হয়ে দেখে যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার বলেন, মিজানুর এর ছোট ভাই রাত ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুরের কারা মেরেছে ওখানে যাওয়ার পর আমি থানায় খবর দিয়, পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাসে একটা ছুরি উদ্ধার করেন, এবং মৃতদেহটি ময়নাতদন্ত জন্য থানায় নিয়ে যান। তবে আমার মনে হচ্ছে এটা একটি রহস্যজনক মৃত্যু।