‘বাংলাদেশের ফুলের রাজধানী’ খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী জনপদ এখন বর্ণিল ব্যস্ততায় মুখর। শীতের কুয়াশার চাদর সরিয়ে বিজয়ের মাস ডিসেম্বর শুরু হতেই এই অঞ্চলের কৃষকের মুখে ফুটেছে হাসি। সামনে মহান বিজয় দিবস, আর এই জাতীয় উৎসবকে কেন্দ্র করে ফুলের রাজ্যে লেগেছে রমরমা বেচাকেনার ঢেউ, যা ৩০০ কোটি টাকার বাণিজ্যের আশা জাগাচ্ছে।
’
কাকডাকা ভোর থেকে মহাসড়কের দু’পাশে বসে যাচ্ছে সুবিশাল ফুলের পসরা। শীত উপেক্ষা করে ফুলচাষিরা সাইকেল, ভ্যান কিংবা মোটরসাইকেলে করে নিয়ে আসছেন তাজা গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস এবং রজনীগন্ধা।
দূর-দূরান্ত থেকে আসা পাইকারদের হাঁকডাক, ফুলের সুবাস আর দর কষাকষিতে বাতাস হয়ে উঠেছে ম ম। এই ব্যস্ততা শুধু ব্যবসার নয়, এটি যেন বিজয়ের ডালি সাজানোর এক বিশাল কর্মযজ্ঞ, যেখানে লাল-সবুজ পতাকার রঙের সঙ্গে মিশে যাচ্ছে স্থানীয় ফুলের সৌন্দর্য।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, দামে ফিরল হাসি
গত কয়েক বছরের লোকসানের আঁধার কাটিয়ে মৌসুমের শুরুতেই ফুলের চড়া দাম দেখছেন গদখালীর পাঁচ হাজারের বেশি চাষি। বাজারে চাহিদা এখন তুঙ্গে, আর সেই চাহিদার বিপরীতে দামের ঊর্ধ্বগতি চাষিদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
ফুল চাষি আজিজুর রহমান ও জালাল উদ্দিনের মতো অনেকেই সন্তোষ প্রকাশ করে বলছেন, “গত বছরের তুলনায় এবার ফুলের বাজার খুবই ভালো। বিজয় দিবস থেকে শুরু করে ইংরেজি নববর্ষ পর্যন্ত যদি এই উর্ধ্বগতি বজায় থাকে, তবে বিগত দিনের সব ক্ষতি পুষিয়ে আমরা লাভবান হতে পারব।”
তবে এই আনন্দের মধ্যেও মিশে আছে এক চাপা উদ্বেগ। চাষি গালিব হোসেনের কথায় উঠে এসেছে বাস্তব চিত্র। তিনি বলেন, “দাম স্থিতিশীল আছে, এটা ভালো খবর। কিন্তু সার ও কীটনাশকের দাম আকাশছোঁয়া, তার উপর ফলনও কমেছে। আগে এক বিঘা গোলাপ বাগান থেকে যে পরিমাণ ফুল পেতাম, এখন তার চার ভাগের এক ভাগও পাওয়া যায় না। চাহিদা বেশি থাকায় দাম বেশি পেলেও
বিজয় দিবসে ৫ কোটি, মৌসুমে ৩০০ কোটির লক্ষ্য
এই মৌসুমে গদখালীর অর্থনীতির প্রভাব কেমন হবে, সে ধারণাও দিয়েছেন ব্যবসায়ী নেতারা। গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর দৃঢ়তার সঙ্গে বলেন, “বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের চাষিরা অন্তত পাঁচ কোটি টাকার ফুল বিক্রি করবেন বলে আমরা আশাবাদী। জাতীয় দিবসের চাহিদা ব্যাপক থাকায় এই অঙ্ক আরও বাড়তে পারে।”
অন্যদিকে, সমিতির সহ-সভাপতি মঞ্জুর আলম জানান, এই মৌসুমের পুরোটা জুড়ে গদখালীর চাষিরা সম্মিলিতভাবে প্রায় ৩০০ কোটি টাকার ফুল বিকিকিনি করবেন বলে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, “আমরা সবসময় চাষিদের পাশে আছি। ছত্রাকসহ অন্যান্য রোগবালাই মোকাবিলায় নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারের পরিস্থিতি খুবই ভালো। আশা করা হচ্ছে, মৌসুমের শেষে গদখালীর চাষিরা শুধু লাভবানই হবেন না, দেশজুড়ে ছড়িয়ে দেবেন তাদের ফসলের সুবাস।”
ফুলে ফুলে সজ্জিত গদখালীর এই জমজমাট দৃশ্য শুধু একটি অর্থনৈতিক সাফল্য নয়; এটি দেশের প্রতি এই অঞ্চলের কৃষকদের ভালোবাসা, কঠোর পরিশ্রম আর বিজয়ের আনন্দকে বর্ণিল করে তোলার এক জীবন্ত প্রতিচ্ছবি।
১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ফুলের রাজধানী গদখালীতে বিজয়ের আবাহন: ৩০০ কোটি টাকার বাণিজ্যের হাতছানির
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:২৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- ৫১২
সর্বাধিক পঠিত




















