১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় বিএনপির দোয়া অনুষ্ঠান, মফিকুল হাসান তৃপ্তির অংশগ্রহণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১১

মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল (যশোর)
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছাপুর–গোপালপুর এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
> “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপোষহীন নেতৃত্ব প্রদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে আবার জাতির নেতৃত্বে ফিরিয়ে দেন।”
>


তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল ও জামায়াতের কিছু সহযোগী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হজরত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি আব্দুর সামাদ।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শায় বিএনপির দোয়া অনুষ্ঠান, মফিকুল হাসান তৃপ্তির অংশগ্রহণ

আপডেট: ০৮:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল (যশোর)
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছাপুর–গোপালপুর এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
> “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপোষহীন নেতৃত্ব প্রদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে আবার জাতির নেতৃত্বে ফিরিয়ে দেন।”
>


তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল ও জামায়াতের কিছু সহযোগী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হজরত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি আব্দুর সামাদ।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।