১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিএনপির বিশাল মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১১

উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এই হামলাকে ‘পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’ আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতারা।
শনিবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ মিছিলটি বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেলতলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলজুড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ক্ষোভপূর্ণ স্লোগান দেন। এর মধ্যে ছিল: “হত্যাচেষ্টার বিচার চাই!”রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর!””তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না!”
মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “শরীফ ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “অন্যথায় বিএনপি রাজপথে থেকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিএনপির বিশাল মিছিল

আপডেট: ০৫:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এই হামলাকে ‘পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’ আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতারা।
শনিবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ মিছিলটি বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেলতলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলজুড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ক্ষোভপূর্ণ স্লোগান দেন। এর মধ্যে ছিল: “হত্যাচেষ্টার বিচার চাই!”রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর!””তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না!”
মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “শরীফ ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “অন্যথায় বিএনপি রাজপথে থেকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।