১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হামলা’ওসমান হাদির হামলাকারী গ্রেফতার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪।
শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে এই কড়া হুঁশিয়ারি দেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, “নির্বাচনকে বানচাল করার সুনির্দিষ্ট উদ্দেশ্যেই ওসমান হাদির ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই আক্রমণের মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই তারা যেকোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চাইছে।”
তিনি পুলিশ প্রশাসনের সমালোচনা করে বলেন:
> “আমাদের পুলিশ প্রশাসন সম্পূর্ণ অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার এই নিষ্ক্রিয়তার জন্যই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তারপরই আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই।”

হাদির শারীরিক অবস্থার বিষয়ে ফাহিম ফারুকী জানান, হাদি এখনও নিঃশ্বাস নিচ্ছেন এবং তাঁকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা গুরুত্ব সহকারে ভাবছেন।
প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) দুপুরে বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গু/লি করে পালিয়ে যায়।
গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, বুলেটের আঘাতে হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে আছেন এবং তাঁর জন্য আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হামলা’ওসমান হাদির হামলাকারী গ্রেফতার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

আপডেট: ০৪:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪।
শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে এই কড়া হুঁশিয়ারি দেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, “নির্বাচনকে বানচাল করার সুনির্দিষ্ট উদ্দেশ্যেই ওসমান হাদির ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই আক্রমণের মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই তারা যেকোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চাইছে।”
তিনি পুলিশ প্রশাসনের সমালোচনা করে বলেন:
> “আমাদের পুলিশ প্রশাসন সম্পূর্ণ অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার এই নিষ্ক্রিয়তার জন্যই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে তারপরই আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই।”

হাদির শারীরিক অবস্থার বিষয়ে ফাহিম ফারুকী জানান, হাদি এখনও নিঃশ্বাস নিচ্ছেন এবং তাঁকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা গুরুত্ব সহকারে ভাবছেন।
প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) দুপুরে বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গু/লি করে পালিয়ে যায়।
গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, বুলেটের আঘাতে হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে আছেন এবং তাঁর জন্য আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।