১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা: দণ্ডিত শহিদুল ইসলাম বাবলু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫১৪

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে শহিদুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো।
অভিযান ও দণ্ডাদেশ
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম।
জানা গেছে, নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর মৌজায় শহিদুল ইসলাম বাবলু অবৈধভাবে মৎস্য ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটছিলেন এবং পার্শ্ববর্তী ইটের সলিং রাস্তাটিকে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিলেন।
এই অপরাধের জন্য তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের বক্তব্য
অভিযানে শার্শা থানা পুলিশের একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা: দণ্ডিত শহিদুল ইসলাম বাবলু

আপডেট: ১০:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে শহিদুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো।
অভিযান ও দণ্ডাদেশ
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম।
জানা গেছে, নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর মৌজায় শহিদুল ইসলাম বাবলু অবৈধভাবে মৎস্য ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটছিলেন এবং পার্শ্ববর্তী ইটের সলিং রাস্তাটিকে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিলেন।
এই অপরাধের জন্য তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের বক্তব্য
অভিযানে শার্শা থানা পুলিশের একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।