১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে দা দিয়ে কুপায়ে হত্যা চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫১৬

যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এনামুল হক (৩৭) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কোদালিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত এনামুল কোদালিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
আহত এনামুল এবং তার স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এনামুল হক কোদালিয়া বাজারের মফিজের মুদি দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় একই এলাকার কাওসারের দুই ছেলে— নাইম (২৫) এবং নাফিস (২২)— সেখানে উপস্থিত হয়।
তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নাইম ও নাফিস এনামুলকে একা পেয়ে তার মাথায় দা দিয়ে কোপ দেয়। দায়ের কোপে এনামুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় এনামুলকে দ্রুত উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এরপর তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এনামুল হক হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবহিত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”

সর্বাধিক পঠিত

শার্শা উপজেলা ছাত্রলীগ সম্পাদক আকুল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে দা দিয়ে কুপায়ে হত্যা চেষ্টা

আপডেট: ০৭:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এনামুল হক (৩৭) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কোদালিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত এনামুল কোদালিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
আহত এনামুল এবং তার স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এনামুল হক কোদালিয়া বাজারের মফিজের মুদি দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় একই এলাকার কাওসারের দুই ছেলে— নাইম (২৫) এবং নাফিস (২২)— সেখানে উপস্থিত হয়।
তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নাইম ও নাফিস এনামুলকে একা পেয়ে তার মাথায় দা দিয়ে কোপ দেয়। দায়ের কোপে এনামুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় এনামুলকে দ্রুত উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এরপর তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এনামুল হক হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবহিত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”