নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল আলিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আলিম ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শাখারীগাতী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ এলাকা থেকেই আব্দুল আলিমকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি চৌকস দল।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আলিমকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা নিয়মিত মামলায় সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কোতোয়ালি থানায় হস্তান্তরের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।




















