০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে কৃষক লীগের ২ নেতার বিএনপিতে যোগদান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১০

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে তারা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের হাতে হাত মিলিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন:
* আবুল হোসেন ওরফে ভিক্কু: মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি।
* মোশারফ হোসেন: মাদারগঞ্জ পৌর কৃষক লীগের সদস্য।
উভয়ই পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। যোগদানকালে বিএনপি নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
নেতৃবৃন্দের বক্তব্য
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, “আবুল হোসেন ভিক্কু ও মোশারফ হোসেন মূলত ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নব্বইয়ের দশক থেকে তারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে পরিস্থিতির চাপে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আজ ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আমরা তাদের স্বাগত জানাচ্ছি।”
যোগদান প্রসঙ্গে আবুল হোসেন ভিক্কু আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ২০১৮ সালে প্রবল চাপে পড়ে দল ছাড়তে হয়েছিল। কিন্তু আমার রক্তে বিএনপি মিশে আছে, তাই আবারও নিজের পুরোনো দলে ফিরে এলাম।”
উপস্থিত নেতৃবৃন্দ
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকু এবং স্বেচ্ছাসেবক দল নেতা তামিম আহমেদ সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি

মাদারগঞ্জে কৃষক লীগের ২ নেতার বিএনপিতে যোগদান

আপডেট: ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে তারা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের হাতে হাত মিলিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন:
* আবুল হোসেন ওরফে ভিক্কু: মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি।
* মোশারফ হোসেন: মাদারগঞ্জ পৌর কৃষক লীগের সদস্য।
উভয়ই পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। যোগদানকালে বিএনপি নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
নেতৃবৃন্দের বক্তব্য
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, “আবুল হোসেন ভিক্কু ও মোশারফ হোসেন মূলত ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নব্বইয়ের দশক থেকে তারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে পরিস্থিতির চাপে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আজ ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আমরা তাদের স্বাগত জানাচ্ছি।”
যোগদান প্রসঙ্গে আবুল হোসেন ভিক্কু আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ২০১৮ সালে প্রবল চাপে পড়ে দল ছাড়তে হয়েছিল। কিন্তু আমার রক্তে বিএনপি মিশে আছে, তাই আবারও নিজের পুরোনো দলে ফিরে এলাম।”
উপস্থিত নেতৃবৃন্দ
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকু এবং স্বেচ্ছাসেবক দল নেতা তামিম আহমেদ সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।