বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা পৃথক এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি; মালামালগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের বিবরণ: বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে:
* ভারতীয় উন্নতমানের শাড়ি
* শীতকালীন কম্বল
* মোজা ও চকলেট
* বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী
বিজিবি জানায়, উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২,০৬,৬০০ (দুই লক্ষ ছয় হাজার ছয়শত) টাকা।
কর্তৃপক্ষের বক্তব্য: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ পরিকল্পনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও যোগ করেন, “সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলেই চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। জনস্বার্থে ও দেশের অর্থনীতি রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ৫১১
সর্বাধিক পঠিত




















