যশোর কেন্দ্রীয় কারাগারে আফজাল হোসেন (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত আফজাল হোসেনের কয়েদি নম্বর ৯১০৩/এ এবং তার পিতার নাম হেলাল।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে কারাকক্ষের ভেতরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আফজাল হোসেন। তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে কারারক্ষীদের পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
অস্পষ্ট পরিচয় ও আইনি প্রক্রিয়া
কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃত আফজালের স্থায়ী ঠিকানা কিংবা তিনি কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি। বর্তমানে এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ১২ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান নামে দেশসেরা এক উদ্ভাবকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছিল, মিজানুর রহমান ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আত্মহত্যা করেছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও একজন কয়েদির মৃত্যুতে কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।




















