০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

যশোর সীমান্তে বিজিবি’র অভিযান: মাদক ও চোরাচালানি পণ্যসহ দুই যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১২

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, হিজলী সীমান্ত এবং যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
আটককৃতদের পরিচয়:
১. সৈকত বিন ইনামুল (৩৩): যশোরের কোতয়ালী থানার হাসিমপুর এলাকার ইসালী গ্রামের মৃত ইনামুল কবিরের ছেলে।
২. জিসান (১৯): একই এলাকার জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে।
জব্দকৃত মালামালের বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মাদকদ্রব্য ছাড়াও প্রচুর পরিমাণে মালিকবিহীন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে:
* ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ।
* ভারতীয় শাড়ি, কম্বল ও শাল-চাদর।
* বিভিন্ন প্রকার বিদেশি কসমেটিকস সামগ্রী।
বিজিবি’র তথ্যমতে, উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে সীমান্তে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম কারাগারে

যশোর সীমান্তে বিজিবি’র অভিযান: মাদক ও চোরাচালানি পণ্যসহ দুই যুবক আটক

আপডেট: ১১:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, হিজলী সীমান্ত এবং যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
আটককৃতদের পরিচয়:
১. সৈকত বিন ইনামুল (৩৩): যশোরের কোতয়ালী থানার হাসিমপুর এলাকার ইসালী গ্রামের মৃত ইনামুল কবিরের ছেলে।
২. জিসান (১৯): একই এলাকার জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে।
জব্দকৃত মালামালের বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মাদকদ্রব্য ছাড়াও প্রচুর পরিমাণে মালিকবিহীন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে:
* ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ।
* ভারতীয় শাড়ি, কম্বল ও শাল-চাদর।
* বিভিন্ন প্রকার বিদেশি কসমেটিকস সামগ্রী।
বিজিবি’র তথ্যমতে, উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে সীমান্তে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।