০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর প্রগতি সরণিতে ‘জুলাই ঐক্য’র মিছিলে পুলিশের বাধা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৩

রাজধানীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’র নির্ধারিত ‘লং মার্চ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশের ব্যারিকেডে মিছিলটি আটকে গেলে নেতাকর্মীরা সড়কেই অবস্থান নেন। এর ফলে প্রগতি সরণির গুরুত্বপূর্ণ এই রুটে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
বিকেল সাড়ে ৩টায় রামপুরা ব্রিজ এলাকা থেকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা লং মার্চ শুরু করেন।
* বাধা: মিছিলটি বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।
* প্রতিবাদ: অগ্রসর হতে না পেরে নেতাকর্মীরা সড়কেই বসে পড়েন। তারা ভারতের ‘আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
* দাবি: কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জোরালো দাবি তোলা হয়।

পুলিশের কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণির উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কের একপাশে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ সভা চালিয়ে যাচ্ছেন।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম কারাগারে

রাজধানীর প্রগতি সরণিতে ‘জুলাই ঐক্য’র মিছিলে পুলিশের বাধা,

আপডেট: ০৫:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’র নির্ধারিত ‘লং মার্চ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশের ব্যারিকেডে মিছিলটি আটকে গেলে নেতাকর্মীরা সড়কেই অবস্থান নেন। এর ফলে প্রগতি সরণির গুরুত্বপূর্ণ এই রুটে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
বিকেল সাড়ে ৩টায় রামপুরা ব্রিজ এলাকা থেকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা লং মার্চ শুরু করেন।
* বাধা: মিছিলটি বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।
* প্রতিবাদ: অগ্রসর হতে না পেরে নেতাকর্মীরা সড়কেই বসে পড়েন। তারা ভারতের ‘আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
* দাবি: কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জোরালো দাবি তোলা হয়।

পুলিশের কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণির উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কের একপাশে অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ সভা চালিয়ে যাচ্ছেন।