যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদী মাসুদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বেশ কয়েকটি মামলায় তার নামে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মূলত ‘অপারেশন ডেভিল হান্ট অভিযান-২’ এর অংশ হিসেবে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী মাসুদের বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ রয়েছে:
* আন্দোলন দমন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রসহ মহড়া দিয়ে রাজপথ দখল এবং আন্দোলন দমনের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
* সহিংসতা ও হুমকি: তার নির্দেশনায় ছাত্রলীগের ক্যাডাররা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি প্রদান করত বলে অভিযোগ রয়েছে।
* বিএনপি কার্যালয়ে হামলা: যশোর জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার অন্যতম আসামি তিনি।
ইতিপূর্বেও গ্রেফতার হয়েছিলেন
উল্লেখ্য, এটিই মেহেদী মাসুদের প্রথম গ্রেফতার নয়। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ‘ডেভিল হান্ট’ অভিযানের প্রথম পর্বে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ডিবি পুলিশ তাকে একবার আটক করেছিল।
০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৫০৭
সর্বাধিক পঠিত





















