নিজস্ব প্রতিবেদক, যশোরে অবৈধ ও ভেজাল সার উৎপাদনকারী একটি কারখানায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামাল ও নকল সার জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি এর মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানার ভেতর থেকে প্রায় চার লাখ টাকা বাজারমূল্যের প্রস্তুতকৃত ভেজাল সার এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ক্ষতিকর মালামালগুলো জনসমক্ষে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, “এই ভেজাল সার কৃষকদের ফসল ও মাটির জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষকদের সাথে এমন প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এবং কৃষিখাত রক্ষায় জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযান শেষে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে ভেজাল সার কারখানা সিলগালা: মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ৫১২
সর্বাধিক পঠিত





















