১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরে পারিবারিক বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯

শহরতলির কল্যাণদাহ গ্রামে পারিবারিক কোন্দলের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছে রোমান (১৭) নামের এক কিশোর। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত রোমান একই গ্রামের রলু দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মিলন (৫০), শহিদুল (৫৫) এবং শহিদুলের ছেলে সানি (১৭) রোমানকে বাড়ির পাশে একা পেয়ে আক্রমণ করে। এই তিন অভিযুক্তই একই গ্রামের ফজলুল হক দেওয়ানের পরিবারের সদস্য।
হামলার ফলে কিশোর রোমানের বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং গভীর কাটা ক্ষত সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে পারিবারিক বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাত

আপডেট: ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

শহরতলির কল্যাণদাহ গ্রামে পারিবারিক কোন্দলের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছে রোমান (১৭) নামের এক কিশোর। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত রোমান একই গ্রামের রলু দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মিলন (৫০), শহিদুল (৫৫) এবং শহিদুলের ছেলে সানি (১৭) রোমানকে বাড়ির পাশে একা পেয়ে আক্রমণ করে। এই তিন অভিযুক্তই একই গ্রামের ফজলুল হক দেওয়ানের পরিবারের সদস্য।
হামলার ফলে কিশোর রোমানের বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং গভীর কাটা ক্ষত সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।