১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরে সাবেক কাউন্সিলরের নেতৃত্বে যুবককে কুপিয়ে হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৮

যশোরে মধ্যরাতে তানভীর হাসান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে প্রধান নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মোট আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত তানভীরের বাবা নাজির শংকরপুর এলাকার মিন্টু বাদী হয়ে এই মামলাটি করেছেন। মামলায় আসাদুজ্জামান বাবুল ছাড়াও শংকরপুর ছোটনের মোড়ের সন্ত্রাসী মুসা ও সাব্বিরসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকেও আসামি করা হয়েছে
মামলার এজাহার অনুযায়ী, নিহত তানভীর তার বন্ধু আফজাল হত্যার প্রতিবাদ করে আসছিলেন। আফজাল হত্যার সঙ্গে বাবুলসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ততা ছিল। এই প্রতিবাদকে কেন্দ্র করেই বাবুল ও তার সহযোগীদের সঙ্গে তানভীরের তীব্র শত্রুতা তৈরি হয়।
বাদী মিন্টু উল্লেখ করেছেন, শনিবার রাত ১০টার দিকে বাবুল কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা তানভীরের বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং হত্যার হুমকি দেয়। এরপর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শংকরপুর আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে একা পেয়ে বাবুল কাউন্সিলরের নির্দেশে অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার পরপরই কোতোয়ালি থানা পুলিশ শনিবার মধ্যরাতে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন: চোপদারপাড়ার রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম স্বাক্ষর ও একই এলাকার বেলায়েত আলীর ছেলে সোনা মিয়া।
এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, আটককৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য পলাতক আসামিরা হলেন: চোপদারপাড়ার আব্দুল্লাহর ছেলে অভি, মজিবরের ছেলে মানিক এবং শংকরপুরের আল আমিন ওরফে চোর আলামিন। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, নিহত তানভীরের বিরুদ্ধেও এর আগে হত্যাসহ ৫টি মামলা ছিল। সর্বশেষ তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে সাবেক কাউন্সিলরের নেতৃত্বে যুবককে কুপিয়ে হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

আপডেট: ০৯:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

যশোরে মধ্যরাতে তানভীর হাসান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে প্রধান নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মোট আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত তানভীরের বাবা নাজির শংকরপুর এলাকার মিন্টু বাদী হয়ে এই মামলাটি করেছেন। মামলায় আসাদুজ্জামান বাবুল ছাড়াও শংকরপুর ছোটনের মোড়ের সন্ত্রাসী মুসা ও সাব্বিরসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকেও আসামি করা হয়েছে
মামলার এজাহার অনুযায়ী, নিহত তানভীর তার বন্ধু আফজাল হত্যার প্রতিবাদ করে আসছিলেন। আফজাল হত্যার সঙ্গে বাবুলসহ অন্যান্য আসামিদের সম্পৃক্ততা ছিল। এই প্রতিবাদকে কেন্দ্র করেই বাবুল ও তার সহযোগীদের সঙ্গে তানভীরের তীব্র শত্রুতা তৈরি হয়।
বাদী মিন্টু উল্লেখ করেছেন, শনিবার রাত ১০টার দিকে বাবুল কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা তানভীরের বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং হত্যার হুমকি দেয়। এরপর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শংকরপুর আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে একা পেয়ে বাবুল কাউন্সিলরের নির্দেশে অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার পরপরই কোতোয়ালি থানা পুলিশ শনিবার মধ্যরাতে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন: চোপদারপাড়ার রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম স্বাক্ষর ও একই এলাকার বেলায়েত আলীর ছেলে সোনা মিয়া।
এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, আটককৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য পলাতক আসামিরা হলেন: চোপদারপাড়ার আব্দুল্লাহর ছেলে অভি, মজিবরের ছেলে মানিক এবং শংকরপুরের আল আমিন ওরফে চোর আলামিন। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, নিহত তানভীরের বিরুদ্ধেও এর আগে হত্যাসহ ৫টি মামলা ছিল। সর্বশেষ তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।