১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নড়াইলে ডাব চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু, ৩ বন্ধু আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানা পুলিশ জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
নিহত তাজিম চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম তার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ রোববার সকালে স্থানীয়রা হবি মৃধার বাড়ির পাশের পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাজিমের মরদেহ শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাজিম রাতে বন্ধুদের সঙ্গে ডাব চুরি করার উদ্দেশ্যে একটি নারিকেল গাছে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, গাছ থেকে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
* মরদেহ উদ্ধার: পুকুর পাড় থেকে তাজিমের মরদেহ উদ্ধার করা হয়।
* আটক: জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নিয়েছে।
* পরবর্তী পদক্ষেপ: মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই তারোক বিশ্বাস জানান, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসার পরই তাজিমের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

নড়াইলে ডাব চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু, ৩ বন্ধু আটক

আপডেট: ০৯:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানা পুলিশ জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
নিহত তাজিম চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম তার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ রোববার সকালে স্থানীয়রা হবি মৃধার বাড়ির পাশের পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাজিমের মরদেহ শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাজিম রাতে বন্ধুদের সঙ্গে ডাব চুরি করার উদ্দেশ্যে একটি নারিকেল গাছে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, গাছ থেকে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
* মরদেহ উদ্ধার: পুকুর পাড় থেকে তাজিমের মরদেহ উদ্ধার করা হয়।
* আটক: জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নিয়েছে।
* পরবর্তী পদক্ষেপ: মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই তারোক বিশ্বাস জানান, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসার পরই তাজিমের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।