ঝিনাইদহে ছোট ভাই হাতে বড় ভাই নিহত, ছোট ভাই পলাতক
ঝিনাইদহ: পারিবারিক কলহ ও অর্থের হিসাব-নিকাশ নিয়ে ঝিনাইদহের সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা ও তাঁর ছোট ভাই সাব্বির আহম্মেদ জুয়েল (২৫) দীর্ঘদিন ধরে টাকার হিসাব নিয়ে বিবাদে লিপ্ত ছিলেন। জুয়েল প্রবাসে থাকাকালীন সোহেলের কাছে টাকা পাঠাতেন। দুই মাস আগে দেশে ফেরার পর টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং তাঁরা সংসার আলাদা করে নেন।
রোববার দুপুরে রান্নার জ্বালানি কাঠ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জুয়েল বটি দিয়ে বড় ভাই সোহেল রানার ঘাড়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল পলাতক। নিহতের পরিবার এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ঝিনাইদহে ছোট ভাই হাতে বড় ভাই নিহত,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ৫২০
সর্বাধিক পঠিত





















