যশোর পৌরসভা শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে। গত সোমবার সকাল থেকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা দড়াটানা, মুজিব সড়ক ও আরএন রোডের নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী অভিযানে নেতৃত্ব দেন।
* দখলমুক্ত এলাকা: মুজিব সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোকানপাট সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। এছাড়াও দড়াটানা এলাকায় ফুটপাত দখল করে পরিচালিত বিভিন্ন দোকান এবং আরএন রোডের নতুন বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

* সুযোগ প্রদান: অনেক ক্ষেত্রে, দোকানিদের নিজেদের উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়।
* ভোগান্তি নিরসন: পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। পথচারীরা মূল সড়ক ব্যবহার করতে বাধ্য হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল। এই অবস্থার উন্নতির জন্যই পৌরসভা কঠোর পদক্ষেপ নিয়েছে।
অভিযান চলাকালীন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জোর দিয়ে বলেন, “ফুটপাত জনগণের হাঁটার জন্য। অবৈধ দখল কোনোভাবেই বরদাশত করা হবে না। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে।”
পৌরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে:
* বিস্তৃতি: পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাতেও ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হবে।
* নজরদারি: ভবিষ্যতে যাতে কেউ আর ফুটপাত দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন





















