ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীরা যাতে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে, সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা সীমান্ত পার হয়েছে কি না, তা নিশ্চিত হতে চিহ্নিত এক মানব পাচারকারীকে খুঁজছে বিজিবি।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই তথ্যগুলো জানান।
* সতর্ক অবস্থান: সেক্টর কমান্ডার জানান, হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা নিশ্চিত নয়। তবে পালানো রোধ করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে সম্ভাব্য পাচারের রুট ও পাচারকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়।
* গোয়েন্দা তথ্য: গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে। এই দুই যুবক হামলাকারী কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বিজিবি এখন ফিলিপ স্নালকে খুঁজছে।
* গুঞ্জন ও আটক: ইতোমধ্যে গুঞ্জন ওঠে যে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই গুঞ্জনের মধ্যেই শনিবার ও রোববার রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে মোট পাঁচজনকে আটক করে বিজিবি।
* শনিবার রাতে আটক: ফিলিপ স্নালের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা ও সিবিরন দিওকে আটক করা হয়।
* রোববার রাতে আটক: বেঞ্জামিন চিরান নামে আরও একজনকে আটক করা হয়।
সেক্টর কমান্ডারের বক্তব্য
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো তথ্য দিতে পারবেন। তিনি আটক হলে:
> “পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না, তা জানা যাবে।”
০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ভারতে পালিয়ে যাওয়া রুখতে সীমান্তে বিজিবি’র সতর্কতা: হামলাকারীদের পাচারকারী খুঁজছে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- ৫১১
সর্বাধিক পঠিত





















