কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মহিষ চুরির পর নৌকায় করে পালানোর সময় স্থানীয় জনতা তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে ওই তিন চোরকে পুলিশ গ্রেপ্তার করে।
আটকের বিবরণ:
* আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের বাসিন্দা।
* মিলন মিয়া ওরফে আনিছুর (২৬), উলিপুরের হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের বাসিন্দা।
* রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫), চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়। মহিষগুলো খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন নদীর ঘাটে ওই তিনজনকে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখেন।
এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। চোরেরা কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া মহিষগুলো উদ্ধার করে এবং ওই তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়।
০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
নৌকায় করে পালানোর সময় মহিষচুরির দায়ে তিন যুবক আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত





















