১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে মারধর করে জখমের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫২০

সামান্য উপার্জনের টাকা না দেওয়ায় এবং জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ছেলেকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে যশোর আদালতে মামলা করেছেন এক মা। বুধবার (৩ ডিসেম্বর) জিরাট গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী জান্নাতুন নেছা বাদী হয়ে তাঁর ছেলে হাসানুর জাকির বাপ্পীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে আসামি বাপ্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী রুহিন বালুজ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জান্নাতুন নেছা উল্লেখ করেন, তিনি একটি মাদ্রাসায় চাকরি করেন এবং স্বামীর মৃত্যুর পর সামান্য উপার্জনেই তিনি সংসার চালান। আসামি বাপ্পী মাদকাসক্ত। প্রতি মাসে বেতনের টাকা না দেওয়ায় বাপ্পী তাকে প্রায়ই খুন-জখমের হুমকি দিত।
সম্প্রতি বাপ্পী তার মায়ের নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মা এতে রাজি না হওয়ায় গত ২৫ নভেম্বর বিকেলে বাপ্পী তাকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় জান্নাতুন নেছার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়ভাবে কোনো সমাধান না হওয়ায় অবশেষে জান্নাতুন নেছা আদালতের শরণাপন্ন হন।

সর্বাধিক পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতি

যশোরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে মারধর করে জখমের অভিযোগ,

আপডেট: ০৯:১০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সামান্য উপার্জনের টাকা না দেওয়ায় এবং জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ছেলেকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে যশোর আদালতে মামলা করেছেন এক মা। বুধবার (৩ ডিসেম্বর) জিরাট গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী জান্নাতুন নেছা বাদী হয়ে তাঁর ছেলে হাসানুর জাকির বাপ্পীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে আসামি বাপ্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী রুহিন বালুজ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জান্নাতুন নেছা উল্লেখ করেন, তিনি একটি মাদ্রাসায় চাকরি করেন এবং স্বামীর মৃত্যুর পর সামান্য উপার্জনেই তিনি সংসার চালান। আসামি বাপ্পী মাদকাসক্ত। প্রতি মাসে বেতনের টাকা না দেওয়ায় বাপ্পী তাকে প্রায়ই খুন-জখমের হুমকি দিত।
সম্প্রতি বাপ্পী তার মায়ের নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মা এতে রাজি না হওয়ায় গত ২৫ নভেম্বর বিকেলে বাপ্পী তাকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় জান্নাতুন নেছার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়ভাবে কোনো সমাধান না হওয়ায় অবশেষে জান্নাতুন নেছা আদালতের শরণাপন্ন হন।