১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরে ডিজেল সিলিন্ডার বিস্ফোরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫০৯

যশোর শহরের সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় ভয়াবহ ডিজেল সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ‘সততা ওয়েল্ডিং ওয়ার্কস’-এর এক কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আলামিন (৩৫)। তিনি চাচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের শফিকুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় অবস্থিত ‘সততা ওয়েল্ডিং ওয়ার্কস’-এ কাজ করছিলেন কর্মচারী আলামিন। এ সময় হঠাৎ একটি ডিজেল সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের তীব্রতায় আলামিন গুরুতর জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে ভর্তি করা হয়।
বর্তমানে আলামিন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

সর্বাধিক পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতি

যশোরে ডিজেল সিলিন্ডার বিস্ফোরণ

আপডেট: ০৯:০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোর শহরের সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় ভয়াবহ ডিজেল সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ‘সততা ওয়েল্ডিং ওয়ার্কস’-এর এক কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আলামিন (৩৫)। তিনি চাচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের শফিকুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় অবস্থিত ‘সততা ওয়েল্ডিং ওয়ার্কস’-এ কাজ করছিলেন কর্মচারী আলামিন। এ সময় হঠাৎ একটি ডিজেল সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের তীব্রতায় আলামিন গুরুতর জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে ভর্তি করা হয়।
বর্তমানে আলামিন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।