আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শোকজপ্রাপ্ত নেতারা হলেন- ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা এবং সদস্য সচিব শাহিন আলম বিপ¬ব।
শৃঙ্খলার প্রশ্ন:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকেও এই দুই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা কর্মকাণ্ড করছেন। কেন্দ্রীয় ছাত্রদল এটিকে সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে অভিহিত করেছে।
এমতাবস্থায়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে লিখিতভাবে ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় পরিস্থিতি:
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নী। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন।
তবে আসনটিতে আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যারা এখনো প্রার্থী পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে, শোকজপ্রাপ্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সেই মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন স্থানে যোগ দিয়ে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, “শোকজের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে সাংগঠনিকভাবে কোনো পত্র পাইনি। সংগঠন করি, সাংগঠনিকভাবে শোকজের জবাব দেবো।” জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, “শোকজের বিষয়ে কেন্দ্রীয় কমিটি এখনো আমাদের সঙ্গে কিছু বলেনি। চিঠির সত্যতা যাচাইয়ের জন্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শিরোনাম:
ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- ৫০৭
সর্বাধিক পঠিত




















