১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দিঘির পাড়ে বিএনপি’র উঠান বৈঠক: সামাজিক সম্পর্ক জোরদার ও ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫১১

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে গতিশীল করা এবং সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেনাপোল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড দিঘির পাড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
ঐক্যবদ্ধভাবে গণসংযোগের গুরুত্বারোপ:
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তাঁরা সামাজিক সম্পর্ক দৃঢ় করা, গণসংযোগ বাড়ানো এবং জনগণের আস্থা অর্জনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
স্থানীয় নেতাকর্মীরা এই সময় অঙ্গীকার করেন যে, দিঘির পাড়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেওয়া হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু ও ইদ্রিস মালেক, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ সহ বেনাপোল পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা এবং সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু ও সাইফুল ইসলাম আসাদ।
অতিথিরা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

দিঘির পাড়ে বিএনপি’র উঠান বৈঠক: সামাজিক সম্পর্ক জোরদার ও ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক

আপডেট: ০৭:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে গতিশীল করা এবং সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেনাপোল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড দিঘির পাড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
ঐক্যবদ্ধভাবে গণসংযোগের গুরুত্বারোপ:
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তাঁরা সামাজিক সম্পর্ক দৃঢ় করা, গণসংযোগ বাড়ানো এবং জনগণের আস্থা অর্জনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
স্থানীয় নেতাকর্মীরা এই সময় অঙ্গীকার করেন যে, দিঘির পাড়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেওয়া হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু ও ইদ্রিস মালেক, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ সহ বেনাপোল পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা এবং সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু ও সাইফুল ইসলাম আসাদ।
অতিথিরা সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।