০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মাথা বিচ্ছিন্ন,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫১৫

শরীয়তপুরের ডামুড্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার ভয়াবহতায় ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুড্যা-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও ঘটনার বিবরণ:
* নিহতের পরিচয়: নিহত নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমিচর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
* যাত্রা: নাসিমা তার ছেলে আয়মানের (৮) আকিকা অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। আজ সকালে তিনি ঢাকায় ফেরার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে অটোরিকশায় করে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলেন।
* দুর্ঘটনা: কুতুবপুর এলাকায় পৌঁছালে নাসিমার ওড়না অটোরিকশার পেছনের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
* ক্ষয়ক্ষতি: দুর্ঘটনায় তার ছেলে আয়মান অক্ষত রয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
স্বামীর দাবি:
নিহতের স্বামী আসাদ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলের আকিকার জন্য গত পরশু স্ত্রী ঢাকা থেকে বাড়ি আসেন এবং আজ সকালে মুন্সীগঞ্জে তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটল। তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি নিশ্চিত করেন, অটোরিকশার মোটরে বোরকার ওড়না পেঁচিয়েই এই ভয়াবহ ঘটনা ঘটেছে।?

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ: ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ করলো কেন্দ্রীয় কমিটি

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মাথা বিচ্ছিন্ন,

আপডেট: ০৮:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

শরীয়তপুরের ডামুড্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার ভয়াবহতায় ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুড্যা-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও ঘটনার বিবরণ:
* নিহতের পরিচয়: নিহত নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমিচর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
* যাত্রা: নাসিমা তার ছেলে আয়মানের (৮) আকিকা অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। আজ সকালে তিনি ঢাকায় ফেরার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে অটোরিকশায় করে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলেন।
* দুর্ঘটনা: কুতুবপুর এলাকায় পৌঁছালে নাসিমার ওড়না অটোরিকশার পেছনের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
* ক্ষয়ক্ষতি: দুর্ঘটনায় তার ছেলে আয়মান অক্ষত রয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
স্বামীর দাবি:
নিহতের স্বামী আসাদ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলের আকিকার জন্য গত পরশু স্ত্রী ঢাকা থেকে বাড়ি আসেন এবং আজ সকালে মুন্সীগঞ্জে তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটল। তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি নিশ্চিত করেন, অটোরিকশার মোটরে বোরকার ওড়না পেঁচিয়েই এই ভয়াবহ ঘটনা ঘটেছে।?