নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “দল ও দেশকে শক্তিশালী করতে এখন সবচেয়ে প্রয়োজন ঐক্য ও ধৈর্য।”
এ সময় তিনি দলের সকল নেতা-কর্মীকে কোনো ধরনের মিষ্টি বিতরণ বা বাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেন।
মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করে আমাদের লক্ষ্য হওয়া উচিত জনগণের আস্থা অর্জন করা। দলকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”


























