সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই সমবেদনা জানান।
অনিন্দ্য ইসলাম অমিত তার বার্তায় শরিফ ওসমান হাদিকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ’ এবং ‘স্নেহভাজন’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকার্ত স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দেন। আমিন।”
* হামলা: গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।: আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শরিফ ওসমান হাদির এই মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর বিষয়টি ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে।
০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ওসমান হাদির মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিতের শোক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- ৫০৬
সর্বাধিক পঠিত




















